
ডেস্ক রিপোর্ট : : ক্রিস্টমাস আসতে এখনও ঢের দেরি৷ কিন্তু ইতিমধ্যেই বিদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে এই অনুষ্ঠান পালন৷
নিত্যনতুন আদব কায়দায় এই অনুষ্ঠান পালনে মেতে উঠেছেন বিশ্ববাসী৷ সেই অনুষ্ঠানের রেশ থেকে পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও৷ হানি ব্রিডেট সংস্থাটি অফিসেই পালন করলেন এই অনুষ্ঠান৷ সেই অনুষ্ঠানকে ঘিরেই শুরু হল বিতর্ক৷
পড়ুন: ‘যৌনপল্লীতে যৌনতার নামে চলছে রীতিমতন ধর্ষণ’
হানি ব্রিডেট৷ অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত অন্তর্বাস সংস্থা এটি৷ এক অভিনব উপায়ে তারা পালন করলেন এই সংস্থার কর্মচারীরা৷ এই সংস্থাটির হেডকোয়ার্টার অবস্থিত সিডনিতে৷ অস্ট্রেলিয়ার মডেল সারাহ স্টেফনস এবং নিনা উইডিভিচ ছিলেন এই পার্টির মূল আকর্ষণ৷ সারারাতভর চলে এই পার্টি৷ এই দুই মডেল আকর্ষণীয় পোষাকে পার্টিতে আসেন৷ যা রীতিমতন যৌন আবেদনময়৷
যদিও এই বিষয়টি নিয়ে সংস্থাকে জিজ্ঞাসাবাদ করা হলে, সংস্থার তরফ থেকে বলা হয় এতে অন্যায়ের কিছু নেই৷ এই অন্তর্বাসগুলি সংস্থার নয়া কালেকশন৷ পার্টির পাশাপাশি সংস্থার নয়া কালেকশন সম্পর্কে ক্রেতাদের অবগত করার জন্যই এই পোশাক পড়েছিলেন ওই দুই মডেল৷
তবে, যাই হোক না কেন৷ যত বিতর্কই উঠুক না কেন৷ লাল, গোল্ডেন অন্তর্বাসে অসাধারণ লাস্যময়ী লাগছে ওই দুই নারীকেই৷ যা দেখে আপনি শিহরিত হবেনই৷ স্টকিংসহ লাল, সোনালী অন্তর্বাসে হাতে শ্যাম্পেন হাতে এই সমস্ত ছবিগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷