
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নির্দেশে ও জেলা পুলিশের
সহযোগিতায় আজ মাস্ক পরিধানসহ সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয় জেলার বিভিন্ন এলাকায় । এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলা পুলিশের একাধিক টিম নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে করোনা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এসময় জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং করোনাভাইরাস থেকে সুরক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়। জেলা প্রশাসনের সাস্থ্য সচেতনতা মুলক এ কার্যক্রমে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক, মাহমুদা মাসুম, গাজী আজিজুর রহমান, রেজা মো. গোলাম মাসুম প্রধান, ফারজানা আক্তার, নাসরিন আক্তার, মেহেদী হাসান ফারুক ও আবদুল মতিন খান সহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম ও সালেহ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় জনগণকে করোনা সচেতনতার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকারের ১৮ দফা নির্দেশনা মানুষকে জানানো হয় এবং মেনে চলার জন্য জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নির্দেশে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা আহবান জানান। করোনা থেকে বাচতে হলে ঘরে বাইরে যেকোনো পরিবেশ ও পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের বিষয়টি জনসাধারণকে অবহিত করা হয় এবং মাক্স না থাকা ব্যক্তিদের মাস্ক উপহার দেয়া হয়।