
পঞ্চগড় প্রতিনিধি ॥: পঞ্চগড়ে করোনা ভাইরাসের প্রতিশোধক হিসেবে
কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৭ ফেব্রুয়ারী) সকালে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় যৌথভাবে করোনা ভ্যাকসিন গ্রহন করেন সাংসদ মজাহারুল হক প্রধান ও জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।
এরপরে জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, জৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন। প্রথম দিনে জেলার ৫ উপজেলায় ৫টি কেন্দ্রে মোট ৩৭০ জন করোনার টিকা গ্রহণ করবেন।
এদিকে রবিবার দুপুর পর্যন্ত জেলার সদর উপজেলায় ১০৩৩ জন তেতুঁলিয়া উপজেলায় ৩৭১ জন, বোদা উপজেলায় ৪৬০ জন, আটোয়ারীতে ৮৬৫ জন এবং দেবীগঞ্জ উপজেলায় ৫৫১ জন সহ মোট ৩ হাজার ২শত ৮০ জন নিবন্ধন করেন। সোমবার ( ফেব্রয়ারী) থেকে জেলার ১৩টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করার কথা রয়েছে।