
এশিয়া খবর ডেস্ক::: সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাসের রোগীর
সংখ্যা লাফিয়ে বাড়ছে ভারতে। দেশটিতে একদিনে এক লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রের পর এই প্রথম কোনো দেশে এক লাখের বেশি রোগী একদিনে শনাক্ত হলো।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৭৪ জন। খবর এনডিটিভির
ভারতে এর আগে একদিনে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১৭ সেপ্টেম্বর ৯৮ হাজার ৭৯৫ জন। এরপর থেকে সংক্রমণ কমতে শুরু করে। কমতে কমতে তা ১০ হাজারের নিচে নেমেছিল।
ভারতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৯ জন, যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ১০১ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৬ হাজার ১২৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ১ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৪৩৩ জনের