
ডেস্ক রিপোর্ট : : অনেকেই হয়তো জানেন না, সানি লিয়নের সবচেয়ে সুন্দর শখের কথা ৷
সানি বহুবার নানা সাক্ষাৎকারে জানিয়েছেন, সুন্দর সুন্দর গাড়ি চড়তে খুব ভালোবাসেন সানি ৷ আর সেই কথাই জেনে কয়েক বছর আগে সানির স্বামী ড্যানিয়েল তাঁকে কিনে দিয়েছিলেন মাসেরাতি কোয়াত্রোপোর্তের মতো বিলাশবহুল গাড়ি ৷
তবে সেই গাড়ি সানির কাছে আজ পুরনো৷ তাই তো নিজের শখ পূরণ করার জন্য ফের সানি কিনলেন গাড়ি ৷ মাসেরাতি কোম্পানির একেবারে নতুন গাড়ি নিজের গ্যারেজে এনে ফেললেন সানি লিয়ন ৷ যার মূল্য ১.৩ কোটি রুপি৷ আর সেই ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে ৷
মাসেরাতি-র দাম ১ কোটি রুপি থেকে শুরু হয় ৷ তবে শুধু এই দামি গাড়িই নয়, সানির কাছে রয়েছে বিএমডব্লু-র ৭ সিরিজের গাড়িও ৷