সদ্য সংবাদ

 রাসিক কাউন্সিলর আরমানের বিরুদ্ধে টিসিবির পণ্য সরবরাহে অনিয়মের অভিযোগ  বেইলি রোডের অগ্নিকাণ্ড  অটো মালিক- শ্রমিক সমিতির চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  উত্তরাঞ্চলের মাটিতে বাড়ছে অম্লত্ব, কমছে ফলন  চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো মিটার রিডারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি  রুয়েটে সিটিজেন চার্টার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  ঈশ্বরদী রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  মল্লিকের চর শিক্ষা কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ।  কচিকন্ঠের আসরের প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত।  গুজব মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে রাজশাহীতে সিজিএস’র কর্মশালা  রাজশাহী সাংবাদিক সংস্থার যাত্রা শুরু  শামীম ওসমান ১০ বছরেও শোধ করেনি বন্ধুর ২৬ লাখ টাকা।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের শিক্ষা বৃত্তির ফলাফল প্রকাশিত।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের উদ্যোগে,মেধা শিক্ষা বৃত্তি প্রদান  রুয়েটে প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট’ অনুষ্ঠিত  ফল মার্কেটের দাবি রাজশাহীর ফল ব্যবসায়ীদের  নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করার অঙ্গীকার করলেন শামীম ওসমান  সংসদে কপিরাইট বিল পাস   কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি  ভিয়েতনামে পৌঁছে ভারতের উদ্দেশে যা বললেন বাইডেন

আরেক বার মনোয়ান চাইবো আনোয়ার হোসেন

 Mon, Sep 13, 2021 9:53 PM
 আরেক বার মনোয়ান চাইবো আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর

 আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আজ সারা বাংলাদেশে একেক এক জন্য দুইবার তিনবার এমপি জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। আমি জানি না, আমি আবার জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারব কি না? আমি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো কি না? আমার নেত্রী শেখ হাসিনার কাছে চাইবো, আগামী আমাকে আরেকটা ধাপে জেলা পরিষদের চেয়ারম্যান মনোয়ন দেন। আমি যদি নির্বাচিত হয় তাহলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি।


তিনি বলেন, কেউ বার বার জনপ্রতিনিধি হতে চায়, আর আরেকজন আরেকবার জনপ্রতিনিধি হতে গেলে যে জায়গা বাধাগ্রস্ত করে। আমি ষড়যন্ত্র বিশ^াস করি না। আমি বিশ^াস করি মহান রাব্বু আল আমিনের কাছে আর আমি বিশ্বাস করি মাননীয় শেখ হাসিনা কাছে। তিনি যাকে মনোয়ন দিবেন তার পক্ষে আমি কাজ করবো। এর পাশাপাশি আমি আমার নেত্রী কাছে বলবো, আমাদের আরেকবার আমাকে সুযোগ দেয়ার জন্য।

 
আনোয়ার হোসেন আরো বলেন, ছোট থাকাকালে আমি মানুষের কল্যাণের কাজ করার ইচ্ছা ছিল। মহান রাব্বু আলআমিন আমাকে আজ বঙ্গবন্ধু আদর্শ নিয়ে ছাত্রলীগ থেকে আজ জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে মানুষের কল্যাণ করতে পারছি। রাজনীতে অনেক সুযোগ সুবিধা আসছিল, কিন্তু সেই সুযোগ না নিয়ে মানুষের জণ্য রাজনীতি করেছি। মুসলমানদের মসজিদ মাদ্রাসা, হিন্দু সম্প্রদায়ের মন্দির আশ্রমে জন্য উন্নয়নমূলক কাজ করেছি, করে যাচ্ছি। আমি মুনলিম, মানুষের কল্যাণ কাজ করে মরে গেলেও মানুষ যেন আমার জন্য দোয়া করে। চিরজীবন বেচেঁ থাকতে আমি মসজিদ মাদ্রাসা মন্দির আশ্রম ড্রেন রাস্তাঘাট নির্মাণ করে যাচ্ছি।


১২ সেপ্টেম্বর রোববার বাদ আসর পশ্চিম দেওভোগ নাগবাড়ীর শেরে বাংলা একাডেমীর জেলা পরিষদের অর্থায়নে দ্বিতল ভবনের উদ্বোধন কালে তিনি একথা বলেন। ৭টি শ্রেণীকক্ষ, ২টি সিড়ি, ১টি অযু খানা, ৬টি টয়লেটে প্রায় ৮৬ লাখ টাকা ব্যয়ে এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়।
আরও পড়ুন: ৩৪জন কন্ট্রাক্টরদের মেয়র হইয়েন না -এড. খোকন সাহা


শেরে বাংলা একাডেমী পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাচ্চু’র সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, দেলোয়ার হোসেন চুন্নু, এডভোকেট জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, সমাজসেবক আব্দুর গফুর প্রমুখ।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন