সদ্য সংবাদ

 অটো মালিক- শ্রমিক সমিতির চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  উত্তরাঞ্চলের মাটিতে বাড়ছে অম্লত্ব, কমছে ফলন  চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো মিটার রিডারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি  রুয়েটে সিটিজেন চার্টার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  ঈশ্বরদী রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  মল্লিকের চর শিক্ষা কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ।  কচিকন্ঠের আসরের প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত।  গুজব মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে রাজশাহীতে সিজিএস’র কর্মশালা  রাজশাহী সাংবাদিক সংস্থার যাত্রা শুরু  শামীম ওসমান ১০ বছরেও শোধ করেনি বন্ধুর ২৬ লাখ টাকা।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের শিক্ষা বৃত্তির ফলাফল প্রকাশিত।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের উদ্যোগে,মেধা শিক্ষা বৃত্তি প্রদান  রুয়েটে প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট’ অনুষ্ঠিত  ফল মার্কেটের দাবি রাজশাহীর ফল ব্যবসায়ীদের  নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করার অঙ্গীকার করলেন শামীম ওসমান  সংসদে কপিরাইট বিল পাস   কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি  ভিয়েতনামে পৌঁছে ভারতের উদ্দেশে যা বললেন বাইডেন  নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইয়াবসহ যুবক আটক   সাঘাটায় কাঠ পুড়িয়ে চলছে কয়লা তৈরি

বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?

 Thu, Jan 24, 2019 10:18 PM
বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?

স্পোর্টস ডেস্ক:: মাঝপথ পেরিয়ে শেষভাগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব। ঢাকা-সিলেট-ঢাকা হয়ে এবার বিপিএল চট্টগ্রামে।

আসছে শুক্রবার মাঠে গড়াবে এ অংশ। এর আগে চলুন দেখে নিই-পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?


দলে নেই কোনো বড় বিদেশি তারকা। তবুও জয়রথ ছুটছে চিটাগং ভাইকিংসের। রীতিমতো উড়ছে মুশফিকুর রহিমের দল। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভাইকিংসরা। এ অবস্থায় চট্টগ্রাম অংশে খেলতে নামবে তারা।


টেবিলের দ্বিতীয় স্থানে আছে ক’জন বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে গড়া ঢাকা ডায়নামাইটস। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে এখানে অবস্থান করছে রাজধানীর দলটি। ডায়নামাইটসদের সমান ম্যাচ খেলে সমানসংখ্যক হার-জিত নিয়ে তৃতীয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারকাখচিত দল নিয়েও মূলত রান রেটের বিচারে সাকিবদের চেয়ে পিছিয়ে ইমরুলরা।


দলে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলসদের মতো তারকা থাকলেও সেরাটা দিতে পারছে না রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪টি করে জয়-পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উত্তরবঙ্গের দলটি।


সেই অর্থে রাজশাহী কিংসে নেই কোনো তারকা ক্রিকেটার। আনকোরা দল নিয়েও সমানসংখ্যক ম্যাচ খেলে একই সমান হার-জিতের মুখ দেখেছে বরেন্দ্রভূমির দলটি। তবে রান রেটের ব্যবধানে রংপুরের চেয়ে পিছিয়ে পঞ্চম স্থানে ঠাঁয় হয়েছে কিংসদের।


বরাবরের চেয়ে এবার শক্তিশালী দল গড়েছিল খুলনা টাইটানস। তবে সর্বোচ্চটা দিতে পারেনি মাহমুদউল্লাহ বাহিনী। পয়েন্ট টেবিলে একেবারে নাজুক অবস্থা তাদের। ৯ ম্যাচে ৭ হারেরে বিপরীতে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে তারা।


এবার সবচেয়ে ভালো দল গড়েছিল সিলেট সিক্সার্স। যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্রিকেটার ছিল। তবে সেরাটা দিতে পারেনি তারা। ফলে ৮ ম্যাচে ৬ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার তলানিতে চায়ের দেশের দলটি। মূলত রান রেটে পিছিয়ে থাকায় এ অবস্থান।


দল    ম্যাচ   জয়  পরাজয়    পয়েন্ট রান রেট

চিটাগং ভাইকিংস ১২ ০.৩৩৯

ঢাকা ডায়নামাইটস ১০ ১.৩৬১

কুমিল্লা ভিক্টোরিয়ানস ১০ -০.০৩৭

রংপুর রাইডার্স ০.২৬৪

রাজশাহী কিংস -০.৩৪৯

খুলনা টাইটানস -০.৬৫৩

সিলেট সিক্সার্স -০.৮৪২


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন