
ফেঞ্চুগঞ্জ, সিলেট প্রতিনিধি:: উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা
গত ২৮ ফেব্রুয়ারি প্রতীক পাওয়ার পর থেকেই ভোটের মাঠে দৌড়ঝাঁপ শুরু করছেন ভোটারের কাছে নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা। এবারের নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিয়েছেন আওয়ামিলীগ সমর্থিত নৌকা প্রতীকে সিলেট জেলায় সিনিয়র সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, আল ইসলাহ মনোনীত মোটরসাইকেল প্রতীকে মাওলানা হারুনুর রশীদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কাপ পিরিছ প্রতীকে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ঘোড়া প্রতীক নিয়ে প্রবাসী হারুন আহমদ চৌধুরী,দোয়াত কলম প্রতীকে নির্বাচনে রয়েছেন স্বতন্ত্র প্রাথী ওহিদুজ্জামান ছুফি চৌধুরী যদিও তিনি বিএনপি মনোনীত প্রাথী হিসেবে এলাকায় তার নাম ছড়ীয়ে পড়েছিল,এর আগেও তিনি ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছিলেন, আনারস প্রতীকে মাহতাব উদ্দিন,বেটারি মার্কা নিয়ে মনির আলী (নানু মিয়া)। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান (টিয়াপাখি) মার্কা নিয়ে শহিদুর রহমান রোমান, চশমা প্রতীকে বখতিয়ার হোসেন রয়ন, (বই) প্রতিকে আব্দুল খালিক রুহিল শাহ, (টিউবওয়েল) প্রতিকে সাহাদ মিয়া, (উড়ুজাহাজ) প্রতিকে টিটু আহমেদ (তালা) প্রতিকে ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ সহ বেশ কয়েকজন প্রার্থী। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন(প্রজাপতি) ফেরদৌসী বেগম ইকবাল (হাস)প্রতিকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যমা (ফুটবল) প্রতিকে সেলিনা ইয়াসমিন প্রত্যেকেই প্রতিদিন তাদের নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনগণের কাছে বিভিন্ন উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন। ইতমধ্যে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা। এখন শুধু চায়ের দোকানে একটাই আলাপ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। উল্লেখ্য গত ১০ বছরে মামলা জটিলতার কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কোন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় নি।গত ১০ বছর উপজেলা চেয়ারম্যানের দার্য়ীত্য পালন করলেও এবার পার্থীতা দেন নাই সাইফুল্লাহ আল হুসাইন। কেন নির্বাচন করছেন না ফোনে এনম প্রশ্ন সাইফুল্লাহ আল হুসাইন বলেন গত ১০ বছর উপজেলা বাসীর কাছে থেকেও উন্নয়ন করেছি বলে আমি দাবিদার হওয়ার যোগ্য আমি নয়। আমি চাই উন্নয়ন যাকে দিয়ে হবে তাকে জনগন নির্বাচিত করুন।