
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি)বাস্তাবায়ন
বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার(২৭/০৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গভর্নেস ইনোভেশন (জিআইইউ), প্রধান মন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ৮টি গ্রুপে বিভিন্ন শ্রেণী পেশার ৮০ জন অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)তাজিনা সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামা মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,ভাইস চেয়ারম্যান শিউলী রহমান। সভাপতিপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ।