
এশিয়া খবর ডেস্ক:: আইন শৃঙ্খলাবাহিনীকে আগ্নেয়াস্ত্র সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দিয়েছেন
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি বলেন, বর্তমান সরকার আমলে এটা শেষ ধাপের উপজেলা নির্বাচন। প্রিজাইডিং অফিসার ও পুলিশ প্রশাসনের মধ্যে সুস্পর্ক বজায় রাখবেন।
কেউ যদি আইন শৃঙ্খলা অবনিত ঘটানো বা অররাজকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলাবাহিনীকে আগ্নেয়াস্ত্র সর্বোচ্চ ব্যবহার করবেন।
সোমবার সকাল ১০টায় বন্দর উপজেলা মিলনায়তনে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীদের উদ্দেশ্যে নির্বাচনী প্রেস ব্রিফিংয়ে তিনি এসকল কথা বলেন।
তিনি বলেন, কেন্দ্রে ইনর্চাজ ব্যাতিত কেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোন ঝামেলা হলে নিয়োজিত কেউ কেন্দ্র ছাড়বেন না।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান, (খ সার্কেল) মোঃ খোরশেদ আলম, সদর ডিবি সুভাষ চন্দ্র সাহা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ আফসার উদ্দিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার ট্রাফিক সালেহ আহম্মেদ, বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বন্দর থানা তদন্ত অফিসার আজহারুল ইসলাম, বন্দর থানা সিনিয়র তদন্ত অফিসার হারুন অর রশীদ ও থানার সেকেন্ড অফিসার আব্দুল আল মামুন প্রমুখ।