
চট্টগ্রাম থেকে আহমাদুর রহমান শাওন: চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং-এ ‘অটো কক্স’ নামে একটি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে। মোঃ আনোয়ারুল ইসলাম ও মুজিবুল আনোয়ার এ প্রতিষ্ঠানের কর্ণধার। বিভিন্ন ব্র্যান্ডের গাড়িসহ হাইব্রিড গাড়িও পাওয়া যাবে এ প্রতিষ্ঠানে।
উদ্বোধন অনুষ্ঠানে গাড়ি আমদানিকারক সংগঠন বারভিডা ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ মমিনুর রশিদ, সচিব ওমর ফারুক, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুল ইসলাম, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও উপ-সচিব মোহাম্মদ আজিজুল মওলা। গাড়ি বিক্রয়ের পর ক্রেতাদের সব ধরনের সেবা দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান প্রতিষ্ঠানটির দুই কর্ণধার মোঃ আনোয়ারুল ইসলাম ও মুজিবুল আনোয়ার।