
এশিয়া খবর ডেস্ক:: বিখ্যাত হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গের মেয়ে
হতে যাচ্ছেন পর্ন তারকা। এতে নাকি সায় দিয়েছেন স্পিলবার্গও।
এনডিটিভি জানায়, সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমকে স্পিলবার্গের মেয়ে মিকেইলা নিজেই তার এমন ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
মিকেলার ভাষ্য, তিনি আদতে ভীষণ যৌনতাপ্রিয়। তাই পর্ন ছবির দুনিয়া তার জন্য আদর্শ। ইতিমধ্যেই বেশ কিছু ন্যুড ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
সাক্ষাৎকারে মিকেইলা আরও জানান, যৌনকর্মী হিসেবে লাইসেন্স পেলেই তিনি পুরোপুরি চলে আসবেন এই দুনিয়ায়।
আত্মবিশ্বাসের সঙ্গে স্পিলবার্গ-কন্যা বলেন, ‘এমন কোনো পাপ কাজ করছি না। আর এই ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা পাওয়া যায়। একই সঙ্গে আমি যে কাজে স্বচ্ছন্দ সেই কাজই তো করব।’
তার এমন সিদ্ধান্তকে তার মা-বাবা কীভাবে দেখছেন, এমন প্রশ্নে মিকেইলা বলেন, ‘আমার নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বরাবরই তাদের কাছে প্রাধান্য পেয়েছে। আমি কী করছি তাই নিয়ে তাদের মাথাব্যথা নেই। ফলে, জানার পরেও তারা কোনো অস্বস্তিতে ভোগেননি।’