
এশিয়া খবর ডেস্ক:: আট বছর পর আবার মা হয়েছেন শিল্পা শেঠি
। এবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তার প্রথম সন্তান ছিল ছেলে। নাম তার ভিয়ান। মেয়ের নাম রেখেছেন সামিশা শেঠি কুন্দ্রা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে জন্ম হয় শিল্পা শেঠির মেয়ের। এক সপ্তাহ পর অভিনেত্রী নিজেই সেই সুখবর জানালেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, তাদের প্রার্থনার জবাব এসেছে অলৌকিকভাবে। এক ছোট্ট পরির আগমন হয়েছে। ইনি বাড়ির জুনিয়র।
অভিনেত্রীর মা হওয়ার খবরে শুভেচ্ছার বন্যা বইছে নেট দুনিয়ায়।
মেয়ের নামের ব্যাখ্যা দিতে গিয়ে শিল্পা বলেন, সংস্কৃত ভাষায় ‘সা’ মানে ‘থাকা’ আর রাশিয়ান ভাষায় ‘মিশা’ কথার অর্থ ‘ভগবানের মতো কেউ’। দুই মিলিয়ে ‘সামিশা’। এই নামকে অবশ্য দেবী লক্ষ্মীর সঙ্গেও তুলনা করা যায় বলেও মত শিল্পার।