
রংপুর থেকে রুকসানা রাফা: রংপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি ঘিরে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর নানা কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রংপুর সেনানিবাসে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম। ক্যান্টনমেন্ট বোর্ডসহ সেনাবাহিনীর ২৫টি ইউনিটের সদস্যদের অংশগ্রহণে সেনানিবাসস্থ ২৫ বীরের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি সেনানিবাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এরপর দিবসের তাতপর্য তুলে ধরে আলোচনা ও বঙ্গবন্ধুর জীবনের উপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও প্রতিটি ইউনিট বাদ যোহর মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করে। সিএমএইচসহ সেনাবাহিনীর ইউনিটগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে ক্যান্টমেন্ট বোর্ডের নির্বাহী আলেয়া ফেরদৌস জাহান, সহকারী প্রকৌশলী জসিমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে মুজিব জন্মশত বার্ষিকীতে সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন- রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, ডিআইজি রংপুর রেঞ্জ দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আলিম মাহমুদ, জেলা প্রশাসক আহসান হাবিব, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশীদ প্রমুখ। এসময় জেলা পরিষদ এর এডভোকেট ছাফিযা খানম ও জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রেডক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন সরকারি দপ্তরসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দিবসটি ঘিরে এতিমখানা, হাসপাতাল ও কেন্দ্রীয় কারাগারে উন্নতমানের খাবার বিতরণ এবং ধর্মীয় উপাসানালয়গুলোতে বিশেষ দোয়া/প্রার্থনাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন।