
কালিয়াকৈর (গাজীপুর) থেকে মাইনুল সিকদার: গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ মার্চ) দুপরে কালিয়াকৈর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ। পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।