
এশিয়া খবর ডেস্ক:: করোনাকালীন ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন গ্রাহকেরা।
বেশ কয়েকজন তারকাও অতিরিক্ত বিদ্যুৎ বিলের সমালোচনা করেছেন। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়টি তুলে ধরে বিস্ময় প্রকাশ করেছেন।
জয়া আহসান জানান, বিদ্যুৎ বিল এক মাসে এসেছে ২৮ হাজার ৫ শত টাকা। যা দেখে রীতিমতো হতবাক এই অভিনেত্রী। ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেওয়ার।
বিষয়টি নিয়ে জয়া আহসান জানান, এর আগেও ১৬ হাজার টাকা বিল এসেছে। যা আগের নরমাল বিল আসতো ৫ থেকে ৭ হাজার টাকা। এবার এত বেশি আসছে তা বুঝতে পারছি না।