
এশিয়া খবর ডেস্ক:: কঙ্গনার বিরুদ্ধে দলবাজি করছেন তাপসী পান্নু। মুভি মাফিয়াদের ‘গুড বুকে’
থেকে একের পর এক ছবি করছেন তারা। শুধু তাই নয়, কঙ্গনাকে আক্রমণ করেই ‘মুভি মাফিয়াদের’ ‘গুড বুকে’ থাকছেন বলেও এবার তাপসীর বিরুদ্ধে আক্রমণ করলেন কঙ্গনা রানাউত।
টিম কঙ্গনা রানাউতের অভিযোগ, তাপসী নাকি বলিউড কুইনের বিরুদ্ধে দলবাজি শুরু করেছেন। কঙ্গনাকে কীভাবে আক্রমণ করা হয়, তার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছেন বলেও তাপসীর বিরুদ্ধে ফুঁসে ওঠেন কঙ্গনা। যদিও কঙ্গনার অভিযোগের সরাসরি কোনো উত্তর দেননি তপসি।
নাম না করেই কঙ্গনাকে পালটা উত্তর দেন তপসি। অখুশি মানুষদের তাদের সঙ্গেই অন্যকে নীচে টেনে নামিয়ে নিয়ে যান। তাই কারও সঙ্গে তিক্ত ব্যবহার করা উচিত নয় বলেও স্পষ্ট জানান তাপসী।
তবে এই প্রথম নয় যখন টিম কঙ্গনা রানাউত আক্রমণ করল তাপসী পান্নুকে। এর আগে তাপসীকে ‘সস্তার অভিনেত্রী’ বলেও আক্রমণ করেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল।