
রংপুর থেকে রুকসানা রাফা: অবশেষে আজাদ হোমিও হল ভেঙ্গে দিয়ে উম্মুক্ত করা হলো রংপুর মহানগরীর বাইপাস সড়কের প্রবেশদ্বার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃর্ধা ও রংপুর সিটি করপোরেশন (রসিক) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরুজুল ইসলাম এর নেতৃত্বে এবং রসিক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা’র উপস্থিতিত্বে বুলড্রেজার দিয়ে আজাদ হোমিও হল-এর আংশিক ভেঙ্গে উম্মুক্ত করা হলো এ বাইপাস সড়কটি। জানা গেছে, রংপুর মহানগরীর প্রধান সড়কের যানজট নিরসনের লক্ষ্যে বিকল্প সড়ক হিসেবে নগরীর ২৩নং ওয়ার্ডের জুম্মাপাড়াস্থ ভাঙ্গা মসজিদ থেকে ফকির মোহাম্মদ রোডটির নির্মাণ কাজ শুরু করে রংপুর সিটি করপোরেশন। এ নির্মাণ কাজে বাধা হয়ে দাঁড়ায় আজাদ হোমিও হল ও ভাঙ্গা মসজিদ। অবশেষে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আদালত রাস্তার সীমানা নির্ধারণের লক্ষ্যে গত বৃহস্পতিবার ও রোববার আদালতের নির্দেশে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃর্ধা ও রসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরুজুল ইসলাম এর নেতৃত্বে একাধিক সরকারী সার্ভেয়ার যৌথভাবে মাপযোপ করেন। মাপযোপ শেষে রোববার রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা স্ব-প্রতিষ্ঠানের ভিতরের সকল মালামাল সরিয়ে নেয়ার জন্য আজাদ হোমিও হল কর্তৃপক্ষ ও ভাঙ্গা মসজিদ কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে ২৪ ঘন্টা সময় বেধে দেন। মঙ্গলবার বিকালে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে রংপুর সিটি করপোরেশন। এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস. এম. ইয়াসির, রংপুর প্রেস ক্লাব সভাপতি আব্দুর রশিদ বাবু, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোস্তফা আহমেদ, প্রবীণ সমাজ সেবক ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, মোঃ ইমতিয়াজ আলী তাজ, হারুন-অর-রশিদ, ফয়সাল হাসান রাসেল, ফিরোজ আলম, লিটন পারভেজ, শ্রমিক নেতা তছলিম হোসেন প্রধান, উচ্ছল ও বিপুসহ রংপুর মহানগরীর বিভিন্ন মহল্লাসহ ২৩নং ওয়ার্ডের সাধারণ জনসাধারণ ও ব্যবসায়ীবৃন্দ। এদিকে আজাদ হোমিও হল ভেঙ্গে দিয়ে রংপুর মহানগরীর বাইপাস সড়কের প্রবেশদ্বার উন্মুক্ত করায় রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তফা আহমেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক লিটন পারভেজ, রসিক কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক আব্দুর রহিম বাবলু, সদস্য সচিব জাহাঙ্গীর কবীর শান্তসহ নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার জনসাধারণ।