
রাজশাহী প্রতিনিধি:: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ
ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনুর রশীদ একটি দোকান থেকে টাকা নিচ্ছেন, এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘুষ লেনদেনের ভিডিও ভাইরালের পর বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, করোনাকালে লকডাউনের সময় তাহেরপুর বাজারের একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে দোকান খোলার অপরাধে টাকা দাবি করেন এএসআই হারুন। সিগারেট মুখে রেখে দোকানদারের কাছ থেকে তিন হাজার টাকা দাবি করেন তিনি। পরে তাকে দুই হাজার টাকা দিলে তিনি টাকা গুণে দেখে আরও এক হাজার টাকা দাবি করেন। পুরো টাকা নিয়েই দোকান ত্যাগ করেন তিনি। তার টাকা নেয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি লকডাউনের সময়ের হলেও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বুধবার।
স্থানীয়রা জানান, এএসআই হারুন এলাকার মানুষকে চরম হয়রানি করতেন। ভয়ভীতি দেখিয়ে ঘুষ ও চাঁদাবাজি করতেন। লকডাউনে দোকানপাট খুললেই এএসআই হারুনকে ঘুষ দেয়া বাধ্যতামূলক ছিল। ভুক্তভোগীরা বলছেন, এএসআই হারুনের মূল কাজই ছিল দোকানে দোকানে চাঁদাবাজি করা আর মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে তাহেরপুর ফাঁড়ি থেকে এএসআই হারুনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।