
প্রেস বিজ্ঞপ্তি:: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি খন্দকার শাহ আলম
ও সাধারণ সম্পাদক শরিফুদ্দিন সবুজসহ সকলকে অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দরা। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সকলের পক্ষ থেকে সভাপতি ও সম্পাদক যৌথভাবে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।
জানা যায়, গত শুক্রবার বিকেলে এীতহ্যবাহী সাংবাদিক সংগঠন নারাযণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে খন্দকার শাহ আলম সভাপতি ও শরিফুদ্দিন সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সহযোগিতা কামনা করেছেন। সভাপতি ও সম্পাদক বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি এবং দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতারও আশা করছি।