
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: বিশিষ্ট শিক্ষানুরাগী,সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়
ও সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সহ সভাপতি,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি প্রয়াত দাদন মিয়ার সহধর্মিণী ছালেহা বেগম গত ২৬/১২/২০২০ তারিখে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাহি রাযিউন)।
রত্নগর্ভা এই মা মৃত্যুকালে তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।তার বড় মেয়ে রুপালী ব্যাংকের ম্যানেজার এবং মেঝ মেয়ে অগ্রণ ব্যাংকের কর্মকর্তা।বড় ছেলে সোনালী ব্যাংক কর্মকর্তা ও ব্যাংকার্স এসোসিয়েশন বঙ্গমাতা পরিষদ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের
ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য এবং সমাজসেবী সংগঠন "স্বপ্নযাত্রা সমাজ কল্যাণ সংস্থা"র প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।মরহুমার ছোট ছেলে মাহমুদুল হাসান সুমন সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের
প্রভাষক।
একাধিক গুণী সন্তানের জন্মদাত্রী এই মমতাময়ী মায়ের মৃত্যুতে এলাকাবাসীর পাশাপাশি স্বপ্নযাত্রা পরিবারের সকল সদস্য গভীর শোক জানিয়েছেন। স্বপ্নযাত্রার পক্ষে এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবু এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত করে মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।এছাড়াও মরহুমার পরিবারের সবার প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়ে সকলের নিকট তাদের জন্য দোয়া কামনা করেছেন।