
নূর হোসেন রেইন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ: করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য দেশবাসীকে আল্লাহর
কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। গতকাল শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বহুতল মার্কেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন এবং ফজলে রাব্বী ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন কালে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল, ঠিকাদার আমিনুর রহমানসহ আরও অনেকে।
ছবি সংযুক্ত