
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: সুন্দর নারায়ণগঞ্জ তৈরিতে সকলের সহযোগিতা
চেয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেছেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমি সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চাই। এবং সুন্দর নারায়ণগঞ্জ করতে সকলের সহযোগিতা কামনা করছি।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার মাযহারুল হক অডিটরিয়ামে বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।