
ডেস্ক রিপোর্ট : : ইনস্টাগ্রামে সাহসী ছবি পোস্ট করলেন অভিনেত্রী রিতাশা রাঠোর৷ বড় বহু নামেই দর্শকের কাছে পরিচিত তিনি৷
সংস্কারী, সুশীল বাড়ির বউয়ের এমন ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি দেরি নেই৷
আরও পড়ুন : দুঃসাহসিক ছবি ফাঁস! অন্তর্বাস ছাড়াই কীভাবে পার্টি করলেন এই অভিনেত্রী
সোশ্যাল সাইটে তিনি যে ছবিটি পোস্ট করেছেন, তাতে তাঁর শরীরে অন্তর্বাস নেই৷ শুধু আছে ব্রায়ের স্ট্রেচ মার্ক৷ এরপর তিনি দীর্ঘ একটি মেসেজ লিখেছেন৷ কিছুদিন আগে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করতে গিয়ে তার পোশাকের খানিকটা ছিঁড়ে যায়৷ প্রকাশ্যে এসে পড়ে অন্তর্বাস৷ তারপর সমালোচনার শিকার হয়েছিলেন অভিনেত্রী৷ তার জবাবেই নতুন এই ছবিটি শেয়ার করেছেন রিতাশা৷
ক্যাপশনে তিনি লিখেছেন, ব্রা পরা সাধারণ বিষয়৷ এর মধ্যে লজ্জার কিছু নেই৷ মহিলাদের স্তন আছে, তারা ব্রা পরে৷ এটা নিয়ে এত লুকানোর কি আছে, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী৷
kolkata24x7