
এশিয়া খবর ডেস্ক:: প্রশিক্ষণ মহড়ায় গিয়ে প্রাণ হারিয়েছেন রাশিয়ার জরুরি পরিস্থিতি
বিষয়ক মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভ। অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন এই সামরিক কর্মকর্তা অন্যের জীবন বাঁচাতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘আর্কটিক অঞ্চলে সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তঃবাহিনীর যৌথ মহড়ায় অংশ নিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় অন্যের জীবন বাঁচাতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন জিনিচেভ।’
রাশিয়ার আরটি টেলিভিশন চ্যানেলের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান টুইটে লিখেছেন, ‘জিনিচেভ একজন ক্যামেরাম্যানের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ওই ক্যামেরাম্যান পা পিছলে পানিতে পড়ে যান। তাকে বাঁচাতে পানিতে লাফ দেওয়ার পর প্রাণ হারান তিনি।’
তিনি আরো লিখেছেন, ‘জিনিচেভের হঠাৎ এমন আচরণে সেখানে থাকা সবাই হতভম্ব হয়। পানিতে লাফ দেওয়ার সময় তিনি পাথরের সাথে আঘাত পান। এরপর প্রাণ হারান তিনি। আর যে ক্যামেরাম্যানকে বাঁচাতে পানিতে লাফ দিয়েছিলেন তাকেও বাঁচানো যায়নি।’
মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, ২০১৮ সাল থেকে প্রভাবশালী এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ৫৫ বছর বয়সী ইয়েভজেনি জিনিচেভ। অন্যের জীবন বাঁচাতে গিয়ে তার প্রাণহানি ঘটেছে জানালেও আরআইএ বিস্তারিত কিছু জানায়নি।