
নিজস্ব প্রতিবেদক:: নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে ২ এপ্রিল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা
সদস্য ও উপদেষ্টা বিশিষ্ট অভিনেতা মিজু আহমেদ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, গত ২৭ মার্চ ঢাকা থেকে ট্রেনযোগে দিনাজপুর যাবার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
আলোচনা সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও পরিচালক রফিকুজ্জামান, বিশিষ্ট পরিচালক শেখ নজরুল ইসলাম, বিশিষ্ট অভিনেত্রী অরুণা বিশ্বাস, চিত্রনায়ক জায়েদ খান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল, মহাসচিব শামীম আলম দীপেন, যুগ্ম মহাসচিব বেলায়েত হোসেন খান নান্টু, যুগ্ম মহাসচিব লায়ন গনি মিয়া বাবুল, অর্থ সম্পাদক নাসিম রুমি, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ ও কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ খান।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন মরহুমের প্রিয়বন্ধু নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠান পরিচালনা করেন নিসচার যুগ্ম মহাসচিব লিটন এরশাদ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিসচা’র সদস্য ছাড়াও মরহুমের স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।