
বিনোদন ডেস্ক :: ঝামেলা পিছু ছাড়ছে না পদ্মাবতের। পদ্মাবতের বিরুদ্ধে কারণী সেনাদের
আন্দোলন, ভাংচুর, স্কুলবাসে হামলা, কয়েকটি রাজ্যে পদ্মাবত মুক্তিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও অবশেষে গত ২৫শে জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। তবে বক্স অফিসে ঝড় তোলা এ সিনেমাটি ইন্টারনেটে ফাঁস করে দেয়া হয়েছে ।
সিনেমাটির পাইরেটেড কপি ইন্টারনেটে ফাঁস হওয়ার ফলে ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে সিনেমাটি। মাদ্রাজ হাইকোর্ট থেকে পাইরেসি বন্ধের ব্যাপারে আদেশ থাকা সত্ত্বেও সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গেছে। গতকাল ছবিটির সহপ্রযোজক এ নিয়ে মুম্বাই, দিল্লি এবং চণ্ডিগড়ের সাইবার অপরাধ বিভাগে অভিযোগ দায়ের করেছেন। আর সাইবার সেল ইতোমধ্যে কিছু আইপি অ্যাড্রেসও ব্লক করে দিয়েছে।