এশিয়া খবর২৪ ডেস্ক :: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ভেতরে ছাদ থেকে পড়ে
আবু সিদ্দিক (৫০) নামে এক প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু হয়েছে।
রোববার রাত ৮টায় রাজধানীর কাওরানবাজারে এফডিসি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিলে দায়িত্বরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আবু সিদ্দিক শরীয়তপুর নড়িয়া উপজেলা দুলাল বেপারির সন্তান। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কলাবাগান থানার কাঁঠাল বাগান এলাকায় থাকতেন তিনি।
আবু সিদ্দিকের শ্যালিকা লাকি জানান, নিহত ব্যক্তি এফডিসিতে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন। এফডিসির ভেতরে ৮ নম্বর ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে যান তিনি। দুর্ঘটনার সময় আবু সিদ্দিক মদ্যপ ছিলেন বলে জানিয়েছেন লাকি।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ বক্সের এ এসআই বাবুল মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।