
বিনোদন ডেস্ক : : বিচরণ বলিউডে হলেও ঐশ্বরিয়া রায়ের খ্যাতি বিশ্বজুড়ে। কান চল”িচত্র উৎসবের চতুর্থ দিনে
সেই ঐশ্বরিয়ার আবির্ভাব ছিল রূপকথার লাল পরী হয়ে।
টকটকে লাল বলগাউনে রাজকন্যার বেশে কান উৎসবের চতুর্থ দিনে লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া।কান চল”িচত্র উৎসবের ৭০তম আসরের ‘১২০ বিটস পার মিনিট’ চল”িচত্রের প্রদর্শনীতে এভাবে পৌঁছান ঐশ্বরিয়া।ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দি”েছন সাবেক এই বিশ্বসুন্দরী।
লাল টকটকে পোশাকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঐশ্বরিয়া।উৎসবের চতুর্থ দিনে সবার চোখ ছিল ঐশ্বরিয়াতে।লাল গালিচায় হেঁটে যাওয়ার একটি মুহূর্তে ঐশ্বরিয়া রায়।
ঢেউ খেলানো চুলে রাজকন্যার বেশে কানের গালিচায় ঐশ্বরিয়া।রূপকথার লাল পরীরে বেশে কানের লাল গালিচায় ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঐশ্বরিয়া।
ফ্রান্সের কান শহরে ১৭ মে পর্দা উঠেছে এবারের কান উৎসবের। চলবে ২৮ মে পর্যন্ত।