
এশিয়া খবর২৪ ডেস্ক :: অভিনেত্রী কুসুম শিকদার ভালো গানও গান। এটা তাঁর ভক্তদের অজানা নয়। গত পয়লা বৈশাখে ‘নেশা’ শিরোনামে
একটি গান লেখার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছিলেন তিনি।
নতুন খবর হলো, বৃহস্পতিবার ইউটিউবে ‘নেশা’ গানের ভিডিও প্রকাশ পেয়েছে। এতে র্যাম্প মডেল সুজনের সঙ্গে মডেল হয়েছেন কুসুম শিকদার নিজেই। ভিডিওতে আবেদনময়ী এক কুসুম শিকদারকে দেখতে পাচ্ছেন দর্শক। এরই মধ্যে ভিডিওটি ৯০ হাজারের বেশিবার দেখা হয়েছে।
বেশ খোলামেলা অবস্থায় ‘নেশা’র ভিডিওতে পাওয়া যায় কুসুমকে। রূপের আবেদন ছড়িয়ে দর্শকের ভালোবাসা পেতে চাইছেন হয়ত। কিন্তু ঘটনা ঘটলো পুরো উল্টো! প্রশংসার বদলে তার ভাগ্যে জুটছে ভুরি ভুরি সমালোচনা। ‘নেশা’র ইউটিউব লিংকে গেলেও দেখা যায় কমেন্টের ঘরে যাচ্ছেতাই মন্তব্য করছেন ভক্তরা। কুসুম শিকদারের গানের গলা কিংবা ভিডিওতে তার এমন বোল্ড দৃশ্যে আবির্ভাব হওয়া, সব কিছু নিয়েই সমালোচনা হচ্ছে।
গানটির সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।
কুসুম শিকদার জানান, গানটির সাড়া তিনি ভালো পাচ্ছেন। ভবিষ্যতে নিজের গাওয়া গানের ভিডিও নির্মাণের প্রতি আগ্রহ প্রকাশ করেন তিনি।
১৮ বছর আগে কুসুম শিকদার তাঁর গাওয়া প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। এরপর অভিনয় নিয়েই তাঁর ব্যস্ততা বেশি কেটেছে। নাটক ও চলচ্চিত্রে সমানতাল কাজ করেছেন তিনি। সর্বশেষ গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ ছবিতে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।