
ডেস্ক রিপোর্ট : : মাত্র ১৫ কোটি রুপি বাজেটের আমির খানের সিক্রেট সুপারস্টার সিনেমা ভারতীয় বক্স
অফিসে ১১০ কোটি রুপি আয় করে। কিন্তু গত শুক্রবার চীনে মুক্তির পর মাত্র দুই দিনে একশ কোটি এবং চার দিনে দুইশ কোটির মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চীনে সিক্রেট সুপারস্টার সিনেমার আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ছবিটি গত শুক্রবার ৬.৮৯ মিলিয়ন মার্কির ডলার, শনিবার ১০.৫৪ মিলিয়ন মার্কিন ডলার, রবিবার ৯. ৮৭ মিলিয়ন মার্কিন ডলার, সোমবার ৪.৯৭ মিলিয়ন মার্কিন ডলার। সবমিলিয়ে ৩২.৮৭ মিলিয়ন মার্কিন ডলার (২০৫.৯৯ কোটি রুপি)।
ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন আমির এবং তার স্ত্রী কিরণ রাও। মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসার সঙ্গে পেয়েছে বাণিজ্যিক সফলতাও।