
বিনোদন ডেস্ক :: দেবের সঙ্গে চলতি প্রজন্মের অভিনেত্রী রুক্ষিনী মিত্রের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে।
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্প’ ছবিতেও দেবের সঙ্গে রুক্ষিনীর পর্দার রসায়ন বেশ জমে উঠেছে।বাস্তবেও বেশ কয়েকবারই তাদের বিভিন্ন স্থানে আবিস্কার করা গেছে ডেটিংরত অবস্থায়।
আর এবার দেব-রুক্ষিনীর এই প্রেম যেন নতুন মোড় পেলো। কারণ ২৭শে জুন ছিলো রুক্ষিনীর জন্মদিন। এদিন একটি পার্টির আয়োজন করেন খোদ দেব। এটি পুরোনো খবর।
তবে সম্প্রতি প্রকাশ হয়েছে যে প্রেমিকাকে জন্মদিনের উপহার কি দিয়েছিলেন দেব! একটি সাদা কার উপহার স্বরুপ রুক্ষিনীকে দিয়েছেন দেব। আর সেই গাড়িতে করেই এখন ঘুরে বেড়াচ্ছেন এ অভিনেত্রী। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু দেবের কাছের একজন বন্ধু রুক্ষিনীর নতুন গাড়ির রহস্যের বিষয়টি উন্মোচন করেন। আর এর মাধ্যমেই পরিস্কার হয়ে গেলো দেব-রুক্ষিনীর সম্পর্কের বিষয়টি।