
এশিয়া খবর ডেস্ক::: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে এক দিনের
রিমান্ড শেষে শনিবার ফের কারাগারে পাঠিয়েছে আদালত। তবে এ দিন পরীমণির পক্ষে আদালতে জামিন আবেদন করা হয়নি। এতে আইনজীবীদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনেত্রী পরীমণি। এ দিন তার পক্ষে আদালতে সিনিয়র আইনজীবীরাও ছিলেন না। তবে পরীমণির আইনজীবীরা জানিয়েছেন, টেকনিক্যাল কারণেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় শনিবার পরীমনির জামিন আবেদন করেননি তারা। পরীমনির প্রশ্নের জবাবে আদালতে তার আইনজীবীরা এ কথা বলেন।
এক দিনের রিমান্ড শেষে শনিবার সকালে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করে মামলার তদন্তকারী সিআইডি পুলিম। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পরীমণির আইনজীবীরা তার সাথে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধীতা করেন। এরপর বিচারক এ ব্যাপারে পরে আদেশ দেবেন বলে জানান। পরে বিচারক দেখা করার আবেদন নামঞ্জুর করে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিচারক এজলাস ত্যাগ করার পর পরীমণি নিজের আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার জামিন চাচ্ছেন না কেন? আমি পাগল হয়ে যাব। আপনারা আমার জামিন চান, আপনারা আমার সাথে কী কথা বলবেন? সিনিয়র আইনজীবী কই, তিনি আসলেন না কেন?’ এ সময় উপস্থিত তার আইনজীবীরা বলেন, ‘আমরা টেকনিক্যাল কারণেই আজ জামিন চাচ্ছি না।’