
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ: ঝিনাইদহ জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সোমবার।
এ উপলক্ষে সন্ধ্যায় জেলা পুলিশ লাইন মাঠে বিনোদনধর্মী এক কনসার্টের আয়োজন করা হয়েছে।
এতে ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় শিল্পী নাসরিন আক্তার বিউটি, সানিয়া সুলতানা লিজা ও প্লেব্যাক শিল্পী সোহেল রিজভি গান পরিবেশন করবেন। এছাড়া আরটিভি ব্লাকহর্স রিয়েলিটি শো এর শিল্পীরাও গাইবেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারো বিনোদনধর্মী এক কনসার্টের আয়োজন করা হয়েছে।