সদ্য সংবাদ

 আ.লীগ সভানেত্রীর কাছে রাজাকার পুত্র ডাবলুকে বহিষ্কারে আবেদন  আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য  ডাকাতি শেষে দেখে ফেলায় নানীকে হত্যা  নারায়ণগঞ্জ ডিবির ক্যাশিয়ার আনোয়ার আতঙ্কে ব্যবসায়ীরা!   ১৮ বছর বিমানবন্দরে বসবাসকারী সেই ইরানির মৃত্যু   ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী পুতিন   কোনো বাধা বিএনপিকে ঠেকাতে পারবে না : রিজভী  পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরার মুকুট ইংল্যান্ডের   ঢাকাতেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশন ও তল্লাশি- স্বরাষ্ট্রমন্ত্রী   দুর্ভিক্ষ আসছে আতঙ্কে মানুষ  সাত পাকে বাঁধা পড়লেন 'আশিকি টু' ছবির সুরকার- গায়িকা  ডেঙ্গু: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৫   ১০০ সেতু চালু হওয়ায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: প্রধানমন্ত্রী   অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না: ফখরুল  ড্রোন নিয়ে মিথ্যা বলছে ইরান: জেলেনস্কি   ৩০তম বিসিএসের সেই পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত   ১০ ডিসেম্বরের সমাবেশে আমরাও থাকব: মান্না  কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন   সাংবাদিকদের আয়কর মালিকপক্ষই দেবে: হাইকোর্ট   বিয়েতে দেনমোহর ১০১টি বই

ঝিনাইদহে ৭দিন ব্যাপী সাংস্কৃতিক বিনিময় ও মেলবন্ধন নাট্য প্রশিক্ষন ও আলোচনা

 Fri, May 19, 2017 9:13 AM
ঝিনাইদহে ৭দিন ব্যাপী সাংস্কৃতিক বিনিময় ও মেলবন্ধন নাট্য প্রশিক্ষন ও আলোচনা

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ: ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ৭দিন ব্যাপী ˜–ই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও

 মেলবন্ধন নাট্য প্রশিক্ষন ও নাট্য নির্মান শেষ হয়েছে। অংকুর নাট্য একাডেমীর আয়োজনে ও সিও সংস্থার সহযোগিতায় এ উপলক্ষে এক আলোচনা বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার মোসলেম আলীর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অংকুর নাট্য একাডেমীর সাধারন সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম, ভারত এর পশ্চিম বঙ্গ থেকে আগত প্রশিক্ষক অভীক ভট্রাচার্য-নাট্যকার বারসাত কাল্পিক সম্পাদক,ভাবনা থিয়েটার,সৌরভ  চট্রোপাধ্যায়-নির্দেশক,থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারী ও তারামনি ঘোষ-অভিনেত্রী থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারী, সিও এনজিও’র উপ-নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুশেন্দ্র কুমার ভৌমিক, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাহিদা আক্তার,বিশিষ্ট ব্যাবসায়ী শওকত আকবর,জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সেন্ট্রাল ডট নেট এর পরিচালক ইসাহাক আলী,জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, রায়চরন তারিনি চরন কলেজের প্রভাষক সাইফুল ইসলাম,জামাল হোসেন, মীর আব্দুল মান্নান,সাংবাদিক ফয়সাল আহমেদ, সাজ্জাদ আহমেদ,সোহাগ আলী। সমাপনি অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম । 


সমাপনি অনুষ্ঠানের আলোচনা শেষে ৭দিন ব্যাপী নাট্য প্রশিক্ষন ও নাট্য নির্মান কর্মশালায় ৪টি গ্রুপের ৬০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন সার্টিফিকেট প্রদান করেন ও ভারতের তিন প্রশিক্ষক কে ক্রেস্ট প্রদান করেন । অনুষ্ঠানের আলোচনা শেষে ৭দিন ব্যাপী নাট্য প্রশিক্ষন ও নাট্য নির্মান কর্মশালার ৪টি নাটক প্রদর্শিত হয়। সিও সংস্থার আর্থিক সহযোগিতায় ˜–ই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও মেল বন্ধন নাট্য প্রশিক্ষন ও নাট্য নির্মান প্রশিক্ষনে ঝিনাইদহ জেলার ৬০ জন নাট্য কর্মি ৭দিন ব্যাপী এ কর্মশালায় অংশ গ্রহন করেন। 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন