
পঞ্চগড় তিনিধি॥: পঞ্চগড়ে একজন টিভি অভিনেতার আবির্ভাব। নাট্য জগতে পা রেখেই আজ তার টিভি পর্দায় তার আগমন।
তার মোঃ রাশেদ আল মামুন। তাববাড়ী পঞ্চগড় সদর উপজেলার খানপুকুর খোলা পাড়ায়।
বাবা মোঃ বজলার রহমান (জামি) এবং মা মোছাঃ রোমেনা খাতুনের অতি আদরের সন্তান মোঃ রাশেদ আল মামুন । অভিনয় জগতে বেশ খ্যাতি অর্জন করেছে সে সেই সাথে সুনামও অর্জন করেছেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের এই অভিনোত ২০০৮ সাল থেকে থিয়েটার করেন পঞ্চগড় নাট্য সমিতিতে। এখান থেকেই শুরু তার অভিনয়ের যাত্রা। ২০০৯ সালে শিল্পকলা একাডেমী আয়োজিত নাট্য উৎসব এ শেষ্ঠ অভিনেতা হিসেবে পুরুস্কার পেয়েছিলেন তিনি। ২০১৩ থেকে ঢাকা ( প্রাঙ্গণেমোর) এ থিয়েটার করেন, প্রায় ৮০ টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন অভিনেতা রাশেদ আল মামুন। খন্ড টিভি নাটক করেছেন ৩ টি (দুলছে দোলনা, চোখ, অলৌকিক বিবাহ যাত্রা) ২ টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন (স্বপ্ন বাজার, আর এফ এল প্রোপার্টি লিফট) এছাড়া ৭ টি সামাজিক শর্ট ফিল্ম এ অভিনয় করেছেন এই অভিনেতা। একটি ধারাবাহিক নাটকেও কাজ করেছেন সে (ব্যাচেলর ডট কম) ১০৪ পর্বের এই নাটকটি ২১ শে টি ভি (ঊঞঠ) তে প্রতি শনি, রবি, সোমবার রাত ৮.৩০ প্রচারিত হচ্ছে। জানা গেছে, সামনে আরো ৩ টি নাটকে কাজ করবেন (ডেড বডি, ক্ষমতা, ধারাবাহিক নাটক মিঃ সল্যিশন ম্যান) অভিনেতা রাশেদ আল মামুন সবার দোয়া প্রার্থী।