
ডেস্ক রিপোর্ট : : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে মার্টিনি নামের বিশেষ মদটিকেই ছুঁড়ে মারতে চান মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স।
হলিউডের ‘সুইটহার্ট’ খ্যাত নায়িকা জেনিফার লরেন্স’র প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করার প্রসঙ্গে তার অগ্নিমূর্তি দেখে রীতিমত অবাক দর্শকরা। যেটাকে অনেকেই ক্যাটানিস এভারডিনের প্রেতাত্মার সাথে তুলনা করেছেন।
অভিনয় এবং ইন্টারভিউ’র জননী খ্যাত অপরা উইফ্রে’র আয়োজনে ‘ক্যানডিড এন্ড জেনিফার’ অনুষ্ঠানের উপস্থাপক তাকে জানতে চান জেনিফার প্রেসিডেন্টের সাথে দেখা করতে চান কি-না?
লরেন্স বলেন, ‘এ বিষয়ে আমার একটি সুন্দর মন্তব্য আছে। ট্রাম্পের মুখে মার্টিনি মেরে আমি আমার সাক্ষাতকার পর্বের ইতি টানতে চাই। ইতোমধ্যে সংবাদপত্র সহ বিভিন্ন গণমাধ্যমে ট্রাম্পকে নিয়ে এতো বেশি আলোচনা হয়েছে যে আমি অবাক হচ্ছি, সে এখন পর্যন্ত কিভাবে মার্কিন নাগরীকদের অভিভাবকের দায়িত্ব পালন করছে। হা ঈশ্বর, এই নাটকের শেষ কোথায়।’ টাইম