
এশিয়া খবর২৪ ডেস্ক :: গায়ক-অভিনেতা সেলিব্রিটি দম্পতি তাহসান-মিথিলা আলাদা থাকছেন-
এমনটাই শোনা যাচ্ছে কয়েক মাস ধরে। নতুন করে রটেছে তাদের ডিভোর্সের গুজব। দুঃখ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন ভক্তরা। তবে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি তাহসান-মিথিলার।
আসুন পড়ে নিই ভক্তদের ফেসবুক স্ট্যাটাস—
বুধবার সকালে তাইফ রহমান ধ্রুব লিখেছেন, ‘তাহসান-মিথিলার ডিভোর্স হয়েছে। তাদের চেয়ে বেশি কষ্ট পাচ্ছে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা। তাদের মন চাইছে আলাদা হয়েছে।’
সাদিয়া চৌধুরী লিখেছেন, ‘তাহসান-মিথিলার ডিভোর্স ইজ ইট ট্রু নিউজ? ওএমজি কান্ট বিলিভ, এদের মতো কাপলের ডিভোর্স হলে আর কিসের কি ড্যাম ইট…।’
ইশিকা আলবিনা বৃষ্টি লিখেছেন, ‘আমি মানতে পারছি না। তাহসান-মিথিলার ডিভোর্স, সত্যি কি ওদের বিচ্ছেদ ঘটল।’
নূর আলম মাহি লিখেছেন, ‘তাহসান-মিথিলার জুটি ভেঙে গেল। ডিভোর্স হয়ে গেল। মিথিলা ৩০২ ধারা মামলাও করেছে তাহসানের বিপক্ষে। এর চেয়ে খারাপ সংবাদ আর কী হতে পারে?’
২০০৪ সালে তাহসান-মিথিলার প্রেম হয়। ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।