
স্টাফ রিপোর্টারঃ: যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
করেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে বিভিন্ন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন সহ আলোচনা সভার আয়োজন করা হয়। তেমনি থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসেও পালন করা হয় এ অনুষ্ঠান।
ঐতিহ্যের গৌরবোজ্জ্বল স্বাধীনতা দিবস পালন করেছে থাইল্যান্ডস্থ বাংলাদেশ এম্বেসী ও প্রবাসীরা।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে বঙ্গবন্ধুর মনোগ্রাম পরিয়ে দেওয়া হয় দুতাবাসের পক্ষ থেকে। এরপর থাইল্যান্ড এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। দেখানো হয় প্রামান্যচিত্র। থাইল্যান্ডের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাই সবার মাঝে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বুকে ধারণ করে সোনার বাংলা গড়ার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতায়ার ভারপ্রাপ্ত মেয়র, টুরিষ্ট পুলিশ প্রধান এবং বাংলাদেশ দুতাবাসের কনস্যুলার মিনিস্টার আহমেদ তারিক সুমিন সহ অন্যান্য বক্তিবর্গগন।
থাইল্যান্ডের পাতায়ার পক্ষ থেকে রাষ্টদূত মোহাম্মদ আব্দুল হাইকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশী এ্যাসোসিয়েশন পাতায়ার সভাপতি কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আবু ছালেহ মুন্না, সহ সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি আ ন ম বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আলি খান রাসেল, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ সানজিদুল ইসলাম, কোষাধক্ষ্য আব্দুর রহিম। এছাড়াও অংশগ্রহন করেন জহিরুল উদ্দিন আহমেদ খান বাবু, তৌফিকুর রহমান, খায়রুল ইসলাম, শাহ আলি পলাশ, আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সবায় নৈশভোজে অংশ গ্রহণ করেন।