
ডেস্ক রিপোর্ট : : ‘নতুন আলোর অপেক্ষায়, পুরনো তিক্ততা ভুলে, জীবন হোক রঙ্গীন, সাজুক বাহারী হাজার ফুলে।
শুভ হোক নতুন বছর, শুভ ইংরেজি নববর্ষ।’-ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে রবিবার ফেসবুক পেজে এভাবেই লিখেছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
শুধু ভক্ত নয়, নিজেও পুরনো তিক্ততা ভুলে আলোর অপেক্ষায় অপু। এর প্রমাণ মিললো আজ সোমবার। নতুন বছরের প্রথম দিনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পুত্র জয়কে নিয়ে ফুরফুরে মেজাজে দুটি ছবি পোস্ট করেছেন অপু।
বছরের প্রথমদিন ছেলের সঙ্গে অপুকে ফুরফুরে দেখতে পেয়ে ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, অপুকে আমার এতো ভালো লাগে কেনো আমি নিজেও জানিনা।
আরেক ভক্ত লিখেছেন, সুখে থাকো ভালো থেকো সবাইকে নিয়ে, শুভ ইংরেজি নববর্ষ। আরেক ভক্ত লিখেছেন, মা ও ছেলে দুইজনই অনেক কিউ।
আরেক ভক্ত লিখেছেন, তোমাদের নতুন বছরটাকে মহান আল্লাহ পাক সুন্দর ভাবে সাজিয়ে দেখ, আমিন।
বিগতে বছরে মিডিয়া পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব-অপুর বিচ্ছেদ। শাকিব খান যখন অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠায় তখন দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। ভক্তদের পাশাপাশি অপুও কিছুতেই মেনে নিতে পারেননি এই বিচ্ছেদ। তাই তালাকনামা হাতে পাওয়ার পরও তিনি সবকিছু ঠান্ডা মাথায় সমাধান করেছেন।
এখানেই শেষ নয়, জীবনের এই কঠিন সময়েও শাকিব খানের সম্মানহানি হবে এমন কোন অভিযোগ করেননি অপু। তাই বছরের শেষ সময়ে শাকিবের মন গলতে থাকে। ‘নোলক’ সিনেমার শুটি- এর ফাঁকে দেশে ছুটে এসে সারাদিন পুত্র জয়ের সঙ্গে সময় কাটিয়েছেন শাকিব।