
ডেস্ক রিপোর্ট : : নায়িকার বিরুদ্ধে এবার ঘোরতর অনৈতিক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে।
অবৈধভাবে সিনেমার শুটিংয়ের নাম করে আদম পাচারে তার নাম উঠে আসায় ঢালিউড জুড়েই চলছে নানামূখী গুঞ্জন।
বিশস্ত সূত্রে জানা গেছে, নায়িকা পূর্ণিমা ও ডিরেক্টর স্বপন আহমেদ আদম চক্র নিয়ে ইউরোপে প্রবেশ করানোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত অক্টোবর থেকেই ফ্রান্স, সুজারল্যান্ট শুটিং শুরু হওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত কেউ সেখানে যেতে পারেননি। ভিসা জটিলতায় চলচ্চিত্রটি থেকে বাদ পড়তে হয়েছে অনেককেই। দেশের বিভিন্ন গণমাধ্যমে মানব পাচারের বিষয়ে এই দুইজনের সিন্ডিকেট টাকা ভাগা-ভাগি নিয়েও ঝামেলা তৈরি করেছেন।
আরো একটি সূত্র জানিয়েছে, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ইতিমধ্যে জেনে গেছে নায়িকা পূর্ণিমার সাথে ৩ জন মানব পাচার হবে। ফলে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ভিসা দিতে অপারগতা জানায়।
উল্লেখ্য, আগামী ৭ই জানুয়ারি স্বপন আহমেদ এবং নায়িকা পূর্ণিমার আদম পাচার করার কথা ছিল।
সূত্র:নতুন সময়