
ডেস্ক রিপোর্ট : : কেবল শুরু হয়েছে কোয়ানটিকোর সিজন থ্রি-এর শুটিং। এর মধ্যে শুটিংয়েই উত্তাপ ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।
সহ-অভিনেতা অ্যালান পাওয়েলের ঠোঁটে ঠোঁট রেখে উত্তাপ ছড়ানো সব ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কালো ব্যাকলেসে পরা প্রিয়াঙ্কা। নিউ ইয়র্কের রাস্তায় আচমকাই অ্যালান পাওয়েলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় এই আবেদনময়ী অভিনেত্রীকে। তাপমাত্রা যখন মাইনাসের নিচে, থর থর করে কাঁপছে যুক্তরাজ্যের ওই শহরের বাসিন্দারা, তখন শীতকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা ও অ্যালান। বলিউড সুন্দরীর সঙ্গে অ্যালানের রসায়ন যে কোয়ানটিকোর সিজন থ্রি-এর টিআরপি আরও চাঙ্গা করবে, সেটা এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে।
'বাজিরাও মস্তানি'র পর প্রিয়াঙ্কাকে বলিউডের অন্য কোনো সিনেমায় দেখা যায়নি। তবে শিগগিরই বলিউডের আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন এই নায়িকা। সূত্র: জিনিউজ।