
পঞ্চগড় প্রতিনিধি॥: বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীগনের চাকুরী জাতীয় করনের দাবীতে
পঞ্চগড়ে গতকাল (মঙ্গলবার) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে মানবন্ধন পালন করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখা উদ্যোগে জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক কর্মচারীগন এই মানবন্ধন পালন করে। বক্তব্য প্রদানের সময় তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করে দেশের শিক্ষা ব্যবস্থায় অলৌকিক পরিবর্তন করেছে।
তারা তারাই সূত্র ধরে বলেন, সবাই একই ভাবে জীবন যাপন করি। একই ব্যায় তাই আমরা কি করে চলবো। চাকুরী শেষে আমরা কি করে বাচঁব।তাই এটি ন্যায়দাবী। এটা যদি মেনে নেয়া না হয়,তাহলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে।
বক্তব্য রাখেন সভাপতি মো. নজরুল ইসলাম ,সাধারন সম্পাদক জহিরুল হক জহির। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, একরামুল হক, সুভাষ চন্দ্র রায়,আফতাব হোসেন, সোহরাব হোসেন প্রমূখ।
পরে একটি র্যালী সহ পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়।#