
ডেস্ক রিপোর্ট:: চল”িচত্র পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ‘নাম্বার ওয়ান খ্যাত’ শাকিব খানকে উকিল
নোটিশ পাঠা”েছ চল”িচত্র পরিচালক সমিতি। এছাড়া তার বিরুদ্ধে মামলার প্রস্ততিও নেয়ার হ”েছ বলে জানা গেছে।
পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, বৃহস্পতিবার বিকেলে শাকিবের গুলশানের বাসার ঠিকানায় ব্যারিস্টার মারফত উকিল নোটিশ পাঠানো হবে। তাকে সাত দিন সময় দেয়া হবে। এরমধ্যে সদুত্তোর দিতে না পারলে আমরা মামলা করবো। শাকিবের বিরুদ্ধে পরিচালক সমিতির এই উকিল নোটিশ পাঠানোর কারণ হ”েছ, গত ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে শাকিব খান চল”িচত্র পরিচালক, প্রযোজক আর শিল্পীদের হেয় করে কথা বলেন। ওই সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘এখন যেহেতু বেশি চল”িচত্র হ”েছ না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিš‘ কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অব¯’া। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন? আমার মনে হয় এই দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন বা দুই দিনের জন্য হলে ঠিক আছে, কিš‘ দীর্ঘদিন প্রথম ¯’ান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না। ব্যাপার না, আমার নামে নাম-বদনাম দুই-ই চলতে হবে।’
শাকিবের এই বক্তব্যের প্রেক্ষিতে বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব খানের কাছে এমন মন্তব্য আশা করিনি। পরিচালকরাই কিš‘ সুপারস্টার তৈরি করেন। সেটা শাকিব ভুলে গেছেন। তিনি তার অতীতও ভুলে গেছেন।’
খোকন বলেন, আমাদের ছোট করে কথা বলছেন শাকিব। এটা কিছুতেই মেনে নি”িছ না আমরা। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার বিরুদ্ধে মানহানির মামলা করবো। এর আগে শাকিবের কাছে উকিল নোটিশ পাঠানো হ”েছ।
শাকিব এখন রয়েছেন পাবনায়। সেখানে রংবাজ ছবির শুটিং করছেন।
শাকিব বলেছেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি ঠিক কথা বলেছি। পরিচালক সমিতি আমার বিরুদ্ধে আইনি ব্যব¯’া নিলে, আইনের মাধ্যমেই বিষয়টি নিয়ে কথা বলবো। এখন কিছু বলতে চা”িছ না। তার আগে উকিল নোটিশ হাতে পাই, তারপর কথা বলবো। সূত্র-জাগো নিউজ