
বিনোদন ডেস্ক :: একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করছেন পরীমনি। বছরখানেক ধরে এমন গুঞ্জন চলছিল শোবিজ অঙ্গনে।
অবশেষে প্রকাশ্যে এলো তার সেই প্রেমিকের নাম।
বুধবার ১২ জুলাই দিবাগত রাত নিজের জন্মদিনে দৈনিক নয়া দিগন্তের বিনোদন বিভাগের প্রধান তামিম হাসান তার ফেসবুক অ্যাকাউন্টের রিলেশনশিপ স্ট্যাটাসে পরীমনির নাম যুক্ত করেন। একই সময়ে পরীমনি সেটি গ্রহণ করেন।
এদিকে পরীমনি রিলেশনশিপ তথ্য বদলানোর পাশাপাশি একই সময়ে একটি স্ট্যাটাসও লিখেছেন ইঙ্গিতপূর্ণ। সেটি এমন, ‘আজ বৃষ্টি রাতের এক বছর…’।
ধারণা করা হচ্ছে, তামিম-পরীর প্রেমের বয়স গেলো রাতেই ১২ জুলাই দিবাগত রাত অতিক্রম করেছে এক বছরের সীমানা। গেলো বছর কোনও এক বৃষ্টির রাতেই তাদের পরিচয় কিংবা প্রেমের সূত্রপাত বলে ধরে নিচ্ছেন অনেকে।
এদিকে এ বিষয়ে মন্তব্য কিংবা দু’জনের আগাম পরিকল্পনা জানতে চেয়েও পাওয়া যায়নি। তামিম হাসান ও পরীমনি দু’জনের মোবাইলফোন বন্ধ পাওয়া গেছে।