
ডেস্ক রিপোর্ট : : ভারতের নতুন প্রজন্মের একজন বিশিষ্ট গায়িকা তিনি। নাম সোনা মহাপাত্র। সোশ্যাল মিডিয়াতে তিনি যেমন জনপ্রিয়,
তেমনি বিতর্কিতও। ইতোমধ্যেই তিনি বেশকিছু হিট ছবিতে প্লে-ব্যাক করে সুনাম অর্জন করেছেন। অথচ তাকে নিয়ে বিতর্ক ছড়িয়েছে। তবে এবার তার নাম জড়ালো পর্ন সাইটে। একাধিক পর্ন সাইটে তার ছবি বিকৃত করে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে।
এবার অভিযোগ ওঠায় মিডিয়ার সামনে মুখ খুললেন বলিউড গায়িকা সোনা মহাপাত্র। সোনার অভিযোগ, তার ছবি বিকৃত করে একাধিক পর্ন সাইটে পোস্ট করা হয়েছে। সেজন্য তাকে বিভিন্ন জায়গা থেকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। এমনকি প্রাণহানির হুমকিও দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশের বাপ্পা মজুমদারের সুর-সংগীতে গেয়েছেন সোনা মহাপাত্র। বলিউডের অনেক সিনেমায় গাওয়া ছাড়াও ভারতের ওড়িশার এই সংগীতশিল্পী বেশ আলোচনায় আসেন কোক স্টুডিওতে গান করে। তবে এবারই প্রথম বাংলাদেশের কোনও শিল্পীর সঙ্গে কাজ করেছেন সোনা।
বাংলা এবং হিন্দি ভাষায় তৈরি গান দুটির রেকর্ড হয় মুম্বাইতে। দুটোতেই কণ্ঠ দেন বাপ্পা ও সোনা। বাংলা গানটির শিরোনাম ‘বন্ধু রে’ আর হিন্দি গানটির নাম ‘সাওয়ারিয়া’।
সূত্র: হিন্দুস্তান টাইমস