সদ্য সংবাদ

 আ.লীগ সভানেত্রীর কাছে রাজাকার পুত্র ডাবলুকে বহিষ্কারে আবেদন  আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য  ডাকাতি শেষে দেখে ফেলায় নানীকে হত্যা  নারায়ণগঞ্জ ডিবির ক্যাশিয়ার আনোয়ার আতঙ্কে ব্যবসায়ীরা!   ১৮ বছর বিমানবন্দরে বসবাসকারী সেই ইরানির মৃত্যু   ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী পুতিন   কোনো বাধা বিএনপিকে ঠেকাতে পারবে না : রিজভী  পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরার মুকুট ইংল্যান্ডের   ঢাকাতেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশন ও তল্লাশি- স্বরাষ্ট্রমন্ত্রী   দুর্ভিক্ষ আসছে আতঙ্কে মানুষ  সাত পাকে বাঁধা পড়লেন 'আশিকি টু' ছবির সুরকার- গায়িকা  ডেঙ্গু: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৫   ১০০ সেতু চালু হওয়ায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: প্রধানমন্ত্রী   অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না: ফখরুল  ড্রোন নিয়ে মিথ্যা বলছে ইরান: জেলেনস্কি   ৩০তম বিসিএসের সেই পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত   ১০ ডিসেম্বরের সমাবেশে আমরাও থাকব: মান্না  কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন   সাংবাদিকদের আয়কর মালিকপক্ষই দেবে: হাইকোর্ট   বিয়েতে দেনমোহর ১০১টি বই

প্রতি ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা

 Thu, Jul 29, 2021 7:51 PM
প্রতি ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা

এশিয়া খবর ডেস্ক::: তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি'র মূল্য সিলিন্ডার

 প্রতি ১০২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বৃহস্পতিবার ঢাকায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেছেন, এই নতুন দাম কার্যকর হবে পহেলা আগস্ট রোববার থেকে।

এখন দাম বৃদ্ধির ফলে ১২ কেজি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম হবে ৯৯৩ টাকা।

এ মাসের গোড়াতেও এর দাম বাড়ানো হয়েছিল।

জুলাই মাসে ৪৯ টাকা দাম বাড়ানোর কারণে প্রতি সিলিন্ডারের দাম এখন রয়েছে ৮৯১ টাকা।

আগস্ট থেকে আরো বাড়তি দাম দিতে হবে গ্রাহকদের।

এনার্জি রেগুলেটরি কমিশনের কর্মকর্তা আব্দুল জলিল বিবিসিকে বলেছেন, এ বছরের এপ্রিল মাস থেকে প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয়া হচ্ছে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আইনগত এবং আমদানি খরচের বিষয় তুলে ধরেন।

আব্দুল জলিল জানিয়েছেন, গ্রাহকদের পক্ষ থেকে হাইকোর্টে বেসরকারি খাতে দাম নির্ধারণের জন্য আদালতে রিট করা হয়েছিল।

সেই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত এপ্রিল মাসে এক আদেশে রেগুলেটরি কমিশনকে প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়ার নির্দেশ দিয়েছিল। এছাড়া জ্বালানি সম্পর্কিত আইনেও দাম নির্ধারণ করে দেয়ার বাধ্যকবাধকতা আছে।

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেছেন, একদিকে আইনগত বাধ্যবাধকতা আছে। অন্যদিকে, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে এলপিজি আমদানি করা হয় এবং তারাও প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়।

সেজন্য সরকারি এবং বেসরকারি খাতের এলপিজির দাম প্রতি মাসে নির্ধারণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, শুধু দাম বাড়ানো হচ্ছে না। গত জুন মাসেই আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় দাম কমানোও হয়েছিল।

এলপিজি'র আমদানি এবং খুচরা বাজারে বিক্রির বিষয়টি বেশিরভাগই বেসরকারি খাতের ওপর নির্ভরশীল।

সূত্র : বিবিসি

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন