
ডেস্ক রিপোর্ট :: বিভিন্ন সময় প্রেমের সম্পর্ক নিয়ে শিরোনামে এলেও বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন সিদ্ধার্থ মাহহোত্রা ও আলিয়া ভাট দুজনই।
‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ সিনেমা থেকেই তাদের প্রেমকাহিনী নিয়ে পেজ-থ্রির পাতায় বিস্তর লেখালেখি চলছে।
এতদিন স্বীকার না করলেও সম্প্রতি একসাথে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। রবিবার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রার এক রেস্টুরেন্টে লাঞ্চ ডেটে গিয়েছিল সিদ্ধার্থ ও আলিয়া। অনেক লুকোচুরি করলেও শেষপর্যন্ত পাপারাজ্জিদের ক্যামেরার ক্লিক থেকে নিজেদের বাঁচাতে পারেননি। এরইমধ্যে বিভিন্ন সামাজিক সাইটসহ মিডিয়াতেও ফাঁস হয়েছে। আর বিভিন্ন গণমাধ্যম থেকে তাদের কাছে বিষয়টি জানতে চাইলেও এ নিয়ে কিছু বলতে চাননি কেউ।’
উল্লেখ্য, শুক্রবার অলিয়া ও বরুন ধাওয়ান অভিনীত বাদ্রিনাথ কি দুলহানিয়া ছবিটি মুক্তি পেয়েছে। ইত্তেফাক