
ডেস্ক রিপোর্ট : : ভক্তদের জন্য নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
ইংরেজি বছরের প্রথম দিন সোমবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।
একই সঙ্গে ভক্তদের সঙ্গে এখন থেকে ফেসবুকের মাধ্যমে সরাসরি যুক্ত থাকার কথাও জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
জয়া বলেন, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই নতুন বছর থেকে আপনাদের সঙ্গে সরাসরি কানেক্টেড থাকার জন্য আমি হাজির হলাম আমার অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে।
তিনি বলেন, এটি একটি ছোট কিন্তু আন্তরিক প্রচেষ্টা আপনার সাথে সংযোগ স্থাপন করার জন্য।
ফেসবুকের মাধ্যমেই তিনি তার সব অভিনয় সংক্রান্ত কাজ, ব্যক্তিগত জীবন এবং আরও নানা বিষয় নিয়ে আপডেট দিবেন বলেও ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশে বলেন জয়া।