
বিনোদন ডেস্ক : : ‘পদ্মাবত’ সিনেমায় রাণী পদ্মাবতীর চরিত্রে প্রশংসনীয় অভিনয় করার পরে দীপিকা পাড়ুকোন
তার পরের সিনেমার জন্য প্রস্তুতির নিচ্ছেন। ভোগ ইন্ডিয়া ম্যগাজিনের ফেব্রুয়ারি সংখ্যার জন্য একটি সাক্ষাৎকারে তিনি পদ্মাবতের মুক্তি নিয়ে সাম্প্রতিক সব বিষয় নিয়ে কথা বলেন।
দীপিকা বলেন, ‘পদ্মাবত’ মুক্তি না দিতে যে আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে আমি লড়াই করেছি। কিন্তু এটা বিস্ময়কর যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে তেমন কেউই আমাকে এই লড়াইয়ে সমর্থন দেননি। কিন্তু হলিউডের দিকে তাকালে আমরা এর সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাই। সম্প্রতি হলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে লড়াইয়ে পুরো হলিউডকে একত্র হয়ে লড়াই করতে দেখেছি। পশ্চিমাদের থেকে আমাদের এই বিষয়টি শিক্ষণীয়।
দীপিকা তার পরবর্তী সিনেমা ‘সুজ অব অ্যা গ্যাংস্টার’ নিয়ে তিনি বলেন, বিশাল ভারদ্বাজের এই সিনেমার গল্প আমাকে এতোটাই মুগ্ধ করে যে স্ক্রিপ্ট শুনেই আমি অভিনয়ের জন্য রাজি হয়ে যাই। সিনেমাতে তার সহশিল্পী হিসেবে থাকবেন ইরফান খান।
সূত্রঃ মিড ডে